তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি মার্কিন সিনেটরদের

ই- বার্তা ডেস্ক।। রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুই প্রভাবশালী সিনেটর।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস ভ্যান হোলেন তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আনতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। মার্কিন সিনেটররা বলছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হলে তা অন্য দেশগুলোর কাছে ভয়াবহ বার্তা দেবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে লেখা এক চিঠিতে তারা বলেছেন, ধৈর্যের সময় অনেক আগেই পার হয়ে গেছে। এখন আইনি পদক্ষেপ নেয়া জরুরি। বার্তা সংস্থা রয়টার্স তাদের এই চিঠি হাতে পেয়েছে। এতে দুই সিনেটের আরো বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা না হলে অন্যরা এই ধারণা করবে যে, কোন রকমের পরিণতি বরণ করা ছাড়াই যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা যায়।