তুরস্কের পাশে দাঁড়াচ্ছে বিদেশি ব্যবসায়ীরা

ই-বার্তা।। অর্থনেতিক সংকটের মধ্যে তুরস্কের পাশে দাঁড়াচ্ছেন বিদেশি ব্যবসায়ীরা। সম্প্রতি সংকট কাটিয়ে তুরস্কের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন ওইসব ব্যবসায়ী।

 

তুরস্কের বিদেশি ব্যবসায়ীদের সংগঠনের প্রধান গ্রাস হিত্তোর উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যমে ইয়ানি শাফাক। গ্রাস হিত্তো বলেন, তুরস্কের অর্থনীতির ও মুদ্রার ওপর আক্রমণ করা হচ্ছে তাতে কোনো সমস্যা হবে না। অভ্যন্তরীণভাবে দেশটির অর্থনীতিতে কোনো সমস্যা নেই।

 

তিনি বলেন, মূলত যা ঘটতে তা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। আর এটি করছে তারা যারা বিশ্ব অর্থনীতিতে তুরস্কের শক্তিশালী অবস্থান সহ্য করতে পারে না। তুরস্কে বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশে হিত্তো বলেন, তুরস্কের অর্থনীতি বিষয়ে ভুয়া রিপোর্ট দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে সমস্যা চলতে তা মোকাবেলার সামর্থ্য তুরস্কের আছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট