তুরস্ক ফিলিস্তিনিদের পাশে থাকবেঃ এরদোগান

ই-বার্তা ডেস্ক।।  ইরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাব হিসেবে সোমবার রাশিয়া সফরের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য, তুরস্ক ফিলিস্তিনিদের পাশে থাকবে।

নেতানিয়াহু বলেছিলেন, মঙ্গলবার ইসরাইলের নির্বাচনে বিজয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন করা হবে। খবর ইয়েনি শাফাকের।

মস্কো সফরের আগে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, ইসরাইল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে।

উল্লেখ্য, গত সপ্তাহের স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল উল্লেখ করে এরদোগান বলেন, বৃহৎ শহর ইস্তান্বুলে ১০ লাখ ভোটারের মধ্যে ১৩ হাজার বা ১৪ হাজার ভোটে ব্যবধানে তারা জয়ী হতে পেরেছেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান