তুরাগ দখল মুক্ত করতে ২০তম দিনের অভিযানে ১৮৫টি স্থাপনা উচ্ছেদ

ই-বার্তা ডেস্ক।।  তুরাগ দখল মুক্ত করতে ২০তম দিনে বুধবার সকাল ৯টায় রাজধানীর মিরপুর জহুরাবাদ ও সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।  অভিযানে তিনতলা ১টি দোতলা ১১টি একতলা ২৩টি ভবনসহ ৩৫টি পাকা স্থাপনা ও টিনসেট ১২২টিসহ মোট ১৮৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।   

পরে বেলা ১১টায় সাভারের কাউন্দিয়া এলাকায় উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে বিআইডব্লিউটিএর কর্মীকে মারধর করে চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত।  বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উচ্ছেদ কাজে বাধা দেয়ার অভিযোগে আতিকুর রহমানকে আটক করে।  পরে দুপুর ১২টায় মোচলেকা নিয়ে আতিকুর তাকে ছেড়ে দেয়া হয়। 

এর আগে মঙ্গলবার তুরাগে ৩১৭টি স্থাপনা উচ্ছেদ নিয়ে ২০তম দিনে মোট ২৬৮৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  তবে একটি মসজিদ উচ্ছেদ করা সম্ভব হয়নি।  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তীতে মসজিদ গুলো সরকারি নিজ খরচে সরকারি জায়গায় স্থানন্তর করা হবে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু