তুর্কি আগ্রাসন রুখতে পদক্ষেপ নিচ্ছে সিরিয়াঃ বাসিনা সাবান

ই-বার্তা ডেস্ক।।  সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে দামেস্ক বলেছে, দেশটির অভ্যন্তরে তুর্কি বাহিনীর আগ্রাসন প্রতিহত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বাসিনা সাবান।  

তিনি বলেন, উত্তর সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলারা তুর্কি আগ্রাসন প্রতিহত করতে দামেস্কের সহযোগিতা চেয়েছে। সিরিয়া সরকার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছে কিন্তু তুর্কি সেনারা মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত হিসেবে উত্তর সিরিয়ায় অবস্থান করবে তা দামেস্ক মেনে নিতে পারে না। 

প্রেসিডেন্ট আসাদের এই সিনিয়র উপদেষ্টা বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তাদের বেশিরভাগই দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসী।

উল্লেখ্য, তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ ও ‘তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের উচ্ছেদের’ নামে সামরিক অভিযান শুরু করে। কুর্দি গেরিলাদেরকে আঙ্কারা ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। তুর্কি সামরিক অভিযানে এ পর্যন্ত শত শত সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে। 

এদিকে, তুর্কি সেনাদের আগ্রাসনের মুখে কুর্দি গেরিলারা তুরস্কের আগ্রাসন রুখে দিতে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু