তৃতীয় দিনে গড়াল কলকাতা টেস্ট

ই- বার্তা ডেস্ক।। ফ্লাডলাইটের আলো জ্বলতেই গোলাপি বল ভিন্ন রূপ নিলো। শেষ বেলায় ৫৮ রানে হুট করে ৫ উইকেট হারাল ভারত। অলআউট এড়াতে কোহলিরা ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ঘোষণা করল প্রথম ইনিংস। লিড নিল ২৪১ রানের। ব্যাটে নেমেই ১৩ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। কলকাতা টেস্ট তখন দ্বিতীয় দিনেই হারের শঙ্কায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মুশফিকের ব্যাটে ভরে করে ৬ উইকেটে ১৫২ রান তুলে টেস্টটি তৃতীয় দিনে নিয়েছে বাংলাদেশ।

ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের এখনও করতে হবে ৮৯ রান। হাতে উইকেট মাত্র চারটি। এর মধ্যে ইনজুরি নিয়ে উঠে যাওয়া মাহমুদুল্লাহ তৃতীয় দিন ব্যাট করতে পারবেন কি-না বলা শক্ত।

তাছাড়া নতুন দিন নতুন বলের সেশন পার করে ইনিংস পরাজয় বাঁচানোও সহজ হবে না মুশফিকের জন্য। গোলাপি বলের টেস্ট অভিষেকে তাই ইনিংস হারের লজ্জার অপেক্ষা নিয়ে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ।