তোমাদের ভুলবোনা

  • পুনম মায়মুনী

    এ সূর্য সে সূর্য যে সূর্য ৩০ লাখ শহীদের
    তাজা রক্তের বিনিময়ে
    হায়েনাদের কাছ থেকে ছিনিয়ে আনা,
    স্বাধীন বাংলার আকাশে প্রজ্বলিত লাল সূর্য।
    তাইতো আমি বুক টান টান করে মাথা উচুঁ করে বলতে পারি —
    এ ভূমি আমার, এ মাটি আমার, এ নদী আমার
    এ দেশ আমার বাংলাদেশ।
    তাইতো আমি নির্ভয়ে বিচরণ করি হেথা.. সেথা,
    দূরে আরও.. দূরে বহুদূরে!
    দিনভর আমি স্বপ্নে মাতি, আমার আঙ্গিনায়
    আমার চেতনায়।
    তাইতো দু’চোখ মেলে দেখি ছয় ঋতুর,
    এই বাংলা মায়ের মুখ।
    আনন্দে, গর্বে দু’হাতে উড়াই আমি, লাল সবুজের পতাকা
    আর উল্লাসে গাই আমি তুমি আমরা সবাই –
    আমার সোনার বাংলা,
    আমি তোমায় ভালবাসি।
    আর চীৎকার করে বলি,
    হে মুক্তি সেনারা তোমরাই খুজেঁ দিয়েছ আমায়,
    “আমার মায়ের সোনার নোলক।”
    আমরা তোমাদের ভুলবোনা, ভুলবোনা, ভুলবোনা।