থাইল্যান্ডে গুহায় আটকেপড়া ১৩ জনের মধ্যে উদ্ধার ৬

ই-বার্তা ডেস্ক ।। সর্বশেষ পাওয়া খবরে জানা যায় থাইল্যান্ডে গুহায় আটকেপড়া ১৩ জনের মধ্যে  ছয়জনকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।উদ্ধারের পর পরই শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসার পর  শিশুদের বাবা -মা  তাদের সন্তানদের সাথে দেখা করতে পারবেন ।

 

রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু করেছে অত্যন্ত সুদক্ষ ডুবুরি দল। উদ্ধারকারী দলে ১৩ জন বিদেশি ডুবুরি ও থাই নৌবাহিনীর পাঁচজন ডুবুরি রয়েছেন।গত ২৩ জুন বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়ে ১২ কিশোর এবং তাদের ফুটবল কোচ।

 

তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি।গুহায় প্রবেশের ৯ দিন পর গত ২ জুলাই আটকেপড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। এরপর থেকেই শিশুদের উদ্ধারে তৎপরতা শুরু হয়।

 

 

 

ই-বার্তা / ডেস্ক