দক্ষিন আফ্রিকার বিদায়ে হতাশ স্মিথ

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ টুইবার্তায় বলেন, এমন পরাজয় দেখা সত্যিকার অর্থে খুবই কষ্টের। বিশ্বকাপে আমরা আমাদের কোনো পরিকল্পনাই কাজে লাগাতে পারিনি। বিশ্বকাপে এমন পরাজয় আমাকে খুবই হতাশ করেছে।  

আফগানিস্তানের পর দ্বিতীয় দল হিসাবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। রোববার পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রান তাড়া করতে নেমে ৪৯ রানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।

২০০৩ সালের পর আবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ সাল থেকে বিশ্বকাপ খেলা দলটি এনিয়ে আট আসরে দুইবার গ্রুপ পর্ব, দুইবার কোয়ার্টার ফাইনাল এবং চারবার সেমিফাইনাল থেকে বিদায় নেয়।

বিশ্বকাপের সবশেষ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দলটি এবারও প্রত্যাশিত খেলতে পারেনি।এবার বিশ্বকাপে নিজেদের প্রথম সাত খেলায় ৫ ম্যাচে হেরে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু