দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে বললেন তথ্যমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, ‘তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল নেতাদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কারো আচরণ কিংবা অন্য যে কোনোভাবে মানুষ কষ্ট পায় এমন কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে।’

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে দেশকে বদলে দিয়েছেন। দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে। সমৃদ্ধ হয়েছে দেশের প্রতিটি জনপদ। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগ মানে উন্নয়ন। তাই সাধারণ মানুষ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। মানুষের ভালোবাসা নিয়ে দল তৃতীয়বারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায়।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. এমরুল করিম রাশেদের পাঠানো বার্তায় এ তথ্য জানা গেছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম