দশ হাজারি ক্লাবে ক্রিস গেইল

ই-বার্তা ডেস্ক।।   ক্রিকেট ক্রিস গেইলের জন্য রেকর্ড ভাঙ্গা গড়ার খেলা।ক্যারিবিয়ান এই ব্যাটিং দানবের জন্য ছক্কা হাঁকানো যেন ছেলের হাতের মোয়াই। আর এই ছক্কা হাঁকিয়েই করে ফেললেন ক্রিকেটের বিরল রেকর্ড।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ইংল্যান্ডের বিপক্ষে গেইল গড়েন এই রেকর্ড। ম্যাচের ১৭তম ওভারে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন নিজের ৫০০তম ছক্কা। ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার ৫০০ ছক্কার মালিক হলেন। আর এর সঙ্গে গেইল দ্বিতীয় ক্যারিবিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম ব্যাটসম্যান হিসেবে ঢুকে গেলেন ১০ হাজার রানের মাইলফলকে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের ১৩৫ করা স্কোরে হাঁকান ১২টি ছক্কা। সে ম্যাচে ছাড়িয়ে যান ৪৭৬টি ছক্কা হাঁকানো পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

ই-বার্তা/ মাহারুশ হাসান