দাওয়াত খাইয়ে অচেতন করে মালামাল নিয়ে পালাল ভাড়াটিয়া

নারায়ণগঞ্জের দেলপাড়া এলাকায় এক বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের দাওয়াত খাইয়ে অচেতন করে দামি মালপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বাড়ির ভাড়াটিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সকালে বাড়ির মালিকসহ নয় সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন-বাড়ির মালিক আলি আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩৫), পপি (৩০), সালমা (২২), হাবিবা, নুরে জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)।

বাড়িওয়ালার আত্মীয় তোফায়েল আহমেদ তাদের হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, চতুর্থ তলার ওই ভবনের বাড়িওয়ালা দ্বিতীয় তলায় থাকেন। রাতে চারতলায় ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে সেখানেই তারা একের পর এক অচেতন হতে থাকেন। তারপর ওই ভাড়াটিয়ার পরিবারের লোকজন আলী আহমেদের বাসার মালপত্র লুট করে পালিয়ে যান। তবে তারা কি কি লুট করেছে তা এখনই বলা যাচ্ছেনা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বর্তমানে ওই নয়জনকে চিকিৎসা অবস্থায় আছেন।

ই-বার্তা/এস