দাবানলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে সিডিনি

ই-বার্তা ডেস্ক।।  ভয়াবহ দাবানলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আকাশ।  মঙ্গলবার থেকেই ধোঁয়ায় ঢেকে গেছে শহরটি।  

বিবিসি জানায়, রেকর্ড দাবানলে অক্টোবর থেকে জ্বলছে নিউ সাউথ ওয়েলস। দাবানলে অঙ্গরাজ্যটির উত্তরে ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গিয়েছে অঞ্চলটির হাজার হাজার হেক্টর ভূমি। ধ্বংস হয়ে গেছে কয়েক শ’ ঘরবাড়ি। এখন পর্যন্ত এই দাবানল নিয়ন্ত্রণে আসেনি।

দাবানলের আগুন অঙ্গরাজ্যটির রাজধানী সিডনিকে স্পর্শ করতে না পারলেও এর ধোঁয়ায় ছেয়ে গেছে শহরটি।

তীব্র বাতাসে এই ধোয়া আক্রান্ত করে ফেলেছে ৫০ লাখ মানুষের এই শহরকে। এতে সিডনির পরিবেশ ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের বাসিন্দারা অন্ধকারাচ্ছন্ন ধোয়া এবং দুর্গন্ধযুক্ত বাতাসের বর্ণনা দিয়েছেন। শহরটির বাতাসের গুণাবলী জাতীয় মানদণ্ডের তুলনায় আটগুণ নিচে নেমে গেছে। মঙ্গলবার সিডনির পশ্চিম এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু