দিলীপ বড়ুয়া আবোল-তাবোল বকছেন: আমু

ই- বার্তা ডেস্ক।।।  আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু (সাবেক শিল্পমন্ত্রী) মন্তব্য করেছেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে না পারার ব্যর্থতা ঢাকতেই সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আবোল-তাবোল বকছেন । তিনি বলেন, ‘দিলীপ বড়ুয়ার ব্যক্তিগত অযোগ্যতা ও অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন। সেটা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে সেই ব্যর্থতার দায় তিনি আমার ওপর চাপাতে চেয়েছেন। ’।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ইস্কাটনের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আমু বলেন,

এর আগে চকবাজার  প্রসঙ্গে, গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া বলেছিলেন, ‘সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর কারণে পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরানো যায়নি। ’ তার এই অভিযোগের জবাবে আমির হোসেন আমু সোমবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘নিজের ব্যর্থতা আড়াল করতে তিনি (দিলীপ বড়ুয়া) অগ্রিম এধরনের কথাবার্তা বলছেন।’

আমীর হোসেন আমু আরও বলেন, ‘নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পরে একটি কেমিক্যাল পল্লি স্থাপনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিকের চেয়ারম্যানকে সভাপতি করে একটি ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটির সভাপতি হওয়ার কথা ছিল তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার।  তার অদক্ষতা ও অযোগ্যতা ও নির্লিপ্ততার কারণে তাকে সভাপতি করা হয়নি।  এতেই তার ব্যর্থতা প্রমাণিত হয়।’

ই- বার্তা / শাহাদাৎ ছৈয়াল