দিল্লির দূষণের জন্য চীন-পাকিস্তান দায়ীঃ বিজেপি নেতা

ই-বার্তা ডেস্ক।।  দিল্লিতে ভয়াবহ দূষণে চীন এবং পাকিস্তানকে দোষারোপ করা উচিৎ বলে মন্তব্য করেছেন ভারতে ক্ষমতাসীন বিজেপি’র এক নেতা।  মঙ্গলবার বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা অভিযোগ করে বলেন, পাকিস্তান নাইলে চীন ভারতে বিষাক্ত গ্যাস ছেড়েছে।  

বিজেপি এই নেতার দাবি, প্রতিবেশী যে কোনও দেশ যারা আমাদের ভয় পায় তারাই এই বিষাক্ত গ্যাস ছেড়েছে এমন সম্ভাবনা রয়েছে। 

বার্তা সংস্থা এএনআইকে বিনীত আগরওয়াল শারদা বলেন, আমি মনে করি পাকিস্তান বা চীন আমাদের ভয় পায়। পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস ছেড়েছে কিনা তা আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

এছাড়া এই নেতা আরও বলেছে,পাকিস্তান যখনই ভারতের সাথে যুদ্ধ করেছিল তাতে তারা পরাজিত হয়েছিল। সেইসঙ্গে বিনীত আগরওয়াল শারদা বলেন, নরেদ্র মোদি ও অমিত শাহ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান হতাশ হয়ে পড়েছে।

বর্তমানে ভারতের রাজধানী শহর নয়াদিল্লিতে বায়ুদূষণের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে। গত শনিবার এবং রবিবার দিল্লির বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৯৯৯ ছাড়িয়েছে বেশ কিছু জায়গায়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু