দুই-তৃতীয়াংশ মানুষ বিনা বিচারে জেলে আছেঃ সুলতানা কামাল

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশের জেলখানাগুলোতে দুই-তৃতীয়াংশ মানুষ বিনা বিচারে আটক রয়েছেন দাবি করে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, জেলখানাগুলোর ধারণ ক্ষমতার চেয়ে তিন-চার গুণ বেশি মানুষকে জেলখানায় আটক রাখা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে ‘মানবাধিকার, সংবিধান এবং বাংলাদেশ’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সুলতানা কামাল বলেন, ‘জেলখানায় আটকদের মধ্যে অনেক দোষী, দুর্ধর্ষ অপরাধী থাকলেও তাদের কোনো বিচার হয়নি।  তবে বন্দীদের মধ্যে একটি বড় অংশই কোনো ধরনের অপরাধ না করেই জেলখানায় বন্দী হয়ে আছেন।  বিনা বিচারে আটক করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না মানবাধিকারের সেসব কথাগুলো আমরা লঙ্ঘন করছি।’

তিনি বলেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছি। মানুষের মৃতদেহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।  কে বা কারা করছে সেটি আদালতের বিচার্য বিষয়।  মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।  দীর্ঘদিন ধরে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হয় না।  এমন অবস্থায় পৌঁছে গেছে মানুষ এখন আর ন্যায় বিচার প্রত্যাশা করে না।’

 সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘দুর্নীতি দমনের ব্যাপারেও আমরা খারাপ অবস্থানে রয়েছি।  দুর্নীতি দমনে আমরা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।’

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনী চন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (আরপিএসইউটি) চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা, সদস্য শ্রীমতি সাহা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, উপদেষ্টা আবু আলম মো.শহিদ খানসহ আরো অনেকেই।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু