দুর্নীতিবাজ যে-ই-হোক কোনো সহানুভূতি থাকবে নাঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিতে জড়ানো বিপথগামীদের প্রতি আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, অপকর্মকারী যে-ই হোক, তাদের প্রতি কোনো সহানুভূতি থাকবে না। 

গতকাল শনিবার দুপুরে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে (সম্মেলন) এমনটি জানান তিনি।

উদ্বোধনী ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিতে জড়ায়, সে যে-ই হোক আমি তাদের ছাড়ব না। কারণ তাদের প্রতি আমার কোনো সহানুভূতি থাকবে না। কারণ দিন-রাত পরিশ্রম করি দেশের মানুষের জন্য।  এই দেশ জাতির পিতা শুধু স্বাধীন করে দিয়ে যান নাই, এ দেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তির জন্য তিনি বুকের রক্ত দিয়ে গেছেন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে।  কাজেই এই দেশ ব্যর্থ হতে পারে না। এই দেশকে আমরা সফল করে তুলেছি, এই সফলতার পতাকা নিয়েই আমরা এগিয়ে যাব।’  

শেখ হাসিনা বলেন, ‘ছাত্রদের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদের ব্যবহার করা হতো অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে। এ দেশের মানুষের আগামী দিনের কোনো স্বপ্ন ছিল না। ভবিষ্যৎ কিভাবে চলবে সে বিষয়ে কোনো চিন্তা ছিল না। যখনই যারা ক্ষমতায় এসেছে অবৈধভাবে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মধ্য দিয়ে, সংবিধান লঙ্ঘন করে, তারা ক্ষমতাকে উপভোগ করা, বিলাস-ব্যসনের মধ্যে দিন কাটানো আর এ দেশের মানুষকে বঞ্চিত করা—এটাই ছিল বাস্তবতা।’ তিনি বলেন, ‘একটা দেশ গড়ে তুলতে হলে সব থেকে বেশি প্রয়োজন আমাদের যুবসমাজের মেধা, তাদের মনন, শক্তিকে কাজে লাগানো; যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবে দেশ গড়ার জন্য। একজন রাজনীতিবিদ যে হবে তার জীবনে সে আদর্শ থাকতে হবে।’

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “শেখ ফজলুল হক মনি যখন যুবলীগ গড়ে তোলেন তখন থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে অনেক অবদান রেখেছেন।প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামেই আমাদের যুবলীগের কর্মীদের অবদান রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি যুবলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে। কাজেই আমরা চাই যুবলীগ একটা আদর্শিক সংগঠন হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ।’ 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু