দুর্বল রক্ষণভাগ নিয়েই রাতে মাঠে নামছে বার্সা

ই-বার্তা ডেস্ক।।  স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এলেই শুরু হয় চিন্তা।  ২০১৪-১৫ মৌসুমে শেষবার ইউরোপ সেরার সম্মান পেয়েছিল কাতালান এই ক্লাবটি।  তার পরে শুধুই ব্যর্থতা।  মঙ্গলবার শেষ ষোলো পর্বে অলিম্পিক লিঁও’র বিরুদ্ধে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে সেই স্মৃতি মনে করেত চায় না দলটি। 

এবার যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে আর্নেস্তো ভালভার্দের দলের সাদামাঠা ফুটবল এবং রক্ষণের দুর্বলতা।  গত রবিবার লা লিগায় কোনক্রমে ভায়াদোলিদের বিরুদ্ধে জিতেছে বার্সেলোনা।  তবে এর আগে লা লিগায় অ্যাথলেটিক বিলবাও (২-২) এবং ভ্যালেন্সিয়ার (১-১) বিরুদ্ধে এবং কোপা দেল রে ট্রফির সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ১-১  গোলে ড্র করছে তারা।  এ বিষয়ে বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলছেন, ‘‘প্রত্যেক ম্যাচেই দল অসাধারণ ফুটবল খেলবে, এমন মনে করা অর্থহীন।  সেরা ফুটবল খেলার জন্য আমার দল তৈরি।’’ 

দুর্বল চিন্তার কারন হয়ে দড়াতে পারে বার্সা টিম ম্যানেজমেন্টের।  জেরার পিকে বলেছেন, ‘‘আমরা হয়তো বার্সেলোনার আগের সেই আকর্ষণীয় ফুটবল খেলতে পারছি না।  কিন্তু ফলাফল খুব খারাপ নয়।’’ তবে স্বস্তির কথা হচ্ছে চোট কাটিয়ে বার্সা রক্ষণে ফিরছেন স্যামুয়েল উমতিতি।  পুরনো দলের বিরুদ্ধে তাঁকে শুরু থেকে খেলাতে চান ভালভার্দে। 

মেসিদের প্রতিপক্ষ লিওঁ এবার ফরাসি লিগে ধারাবাহিকভাবে ভাল খেলছে।  ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারা তিন নম্বরে।  সাত বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে উঠেছে তারা।  গ্রুপ পর্বে দু’বারই তাদের বিরুদ্ধে জিততে পারেনি পেপ গুয়ার্দিওলার দুরন্ত ম্যানচেস্টার সিটিও। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু