দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানবে ফণি

ই-বার্তা ডেস্ক।।  ঘূর্ণিঝড় ফণি ভারতের ওড়িশায় তীব্রশক্তি নিয়ে আঘাত হেনে আজ শুক্রবার মধ্যরাতে ‘দুর্বল’ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে।  শুক্রবার সকালে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

আফতাব উদ্দিন বলেন, হ্যারিকেনের গতি সম্পন্ন ঘূর্ণিঝড় ফণি আজ সকালে ভারতের ওড়িশায় আঘাত হানে।  ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে আঘাত হানা ফণি প্রায় অর্ধেক দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলে মধ্যরাতে আঘাত হানবে।  বাংলাদেশে ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।  

আবহাওয়া অফিস জানায়, ভয়াল ঘূর্ণিঝড় ফণির প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু