‘দেবী’ বানানোর অনুমতি দিয়েছে কে?

ই-বার্তা।।  প্রথিতযশা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ‘দেবী’ উপন্যাসকে ভিত্তি করে তৈরি হতে চলা ছবি নিয়ে নিয়ে বিতর্কে জড়ালেন জয়া আহসান৷ হুমায়ূন আহমেদের দর্শকনন্দিত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত সিনেমাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মেয়ে শীলা আহমেদ।

ই-বার্তার  পাঠকের জন্য শীলা আহমেদের ফেসবুক স্ট্যাটাসটা হুবহু তুলে দেয়া হল।

ছবিটি ভারত ও বাংলাদেশ একসঙ্গেই মুক্তি পাওয়ার কথা৷ এরই মাঝে হুমায়ূন আহমেদের কন্যা শীলার দাবি, কেউ তাঁকে অনুমতি দেননি এই ছবি বানানোর৷ সিনেমাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ শীলা নিজেও অভিনেত্রী৷

ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে সোমবার এক স্ট্যাটাসে শীলা লেখেন, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? তিনি আরও জানান, আমরা চার ভাইবোন অনুমতি দিইনি। তা হলে কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল?

বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্রের নাম মিসির আলী৷ মনস্তাত্ত্বিক, বিজ্ঞান নির্ভর এবং যুক্তিনির্ভর কাহিনী নিয়ে মিসির আলী স্বমহিমায় বিরাজ করেন৷

এই সিরিজের অন্যতম উপন্যাসটি হল ‘দেবী’৷ আর এই উপন্যাসকে ভিত্তি করেই অভিনেত্রী জয়া আহসান তাঁর প্রথম প্রযোজনা শুরু করতে চলেছেন৷ মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পরিচালক হচ্ছেন অনম বিশ্বাস৷

এদিকে শীলা আহমেদ জানিয়েছেন, খবরের কাগজে দেখলাম ‘দেবী’ ইন্ডিয়া তে আগে মুক্তি পাচ্ছে! ইন্ডিয়া অথবা বাংলাদেশ, আগে অথবা পরে কোন কিছুতেই আমার অবশ্য কিছু যায় আসে না।

আমার জানতে ইচ্ছা করছে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটা বানানো হয়ে গেল? কীভাবে এটা মুক্তি পাচ্ছে?