‘দেশকে পরাশক্তির ধ্বংস থেকে রক্ষা করতে জনগণের সমর্থণ প্রয়োজন’

ই-বার্তা ডেস্ক।।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, যে দেশের জনগণ নিজেদের দেশকে সুরক্ষা দেয়, ওই দেশকে কোন পরাশক্তিই ধ্বংস করতে পারে না।  তুর্কি জনগণকে তাই নিজ দেশের সুরক্ষা ভূমিকা রাখতে হবে। 

সোমবার তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধনকালে এরদোগান এ কথা বলেন।

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন, যে দেশ তার জনগণের কথা শোনে না,জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না, বরং বাইরের সমর্থনে দেশ পরিচালনা করে তারা টিকে থাকতে পারে না। 

এদিকে কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিকেকের বিরুদ্ধে সিরিয়ার তাল আবিয়াত যুদ্ধবন্দি ৮শ’ আইএস সন্ত্রাসীকে মুক্তি দেয়ার অভিযোগ করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, তুরস্ক একমাত্র দেশ যা ন্যাটো ও আন্তর্জাতিক জোটের বিপক্ষে গিয়ে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ৪ হাজার সদস্যকে নিঃশেষ করেছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু