দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল ঢুকবেন ১০ হাজারি ক্লাবেঃ সাকিব

ই-বার্তা।। মুমিনুল যে হারে রান করে যাচ্ছেন তাতে টেস্টে ১০ হাজার রানের মাইলফকে পৌঁছাতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মনে করা হয় তাকে।চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন রেকর্ড। টেস্টে ইতিমধ্যে ২ হাজার রান তুলে ফেলেছেন।

তিনি বলেন,‘সবচেয়ে কম ইনিংস খেলে সে দুই হাজার রান করেছে। আমি আশা করি, সে ১০ হাজার রান করবে টেস্টে এবং এই যোগ্যতা ওর ভালোভাবেই আছে। সে যদি অতোগুলো ম্যাচ খেলতে পারে তবে আমি নিশ্চিত ১০ হাজার রান করবে। আমাদের মত ওর এতো বেশি সংখ্যক ম্যাচ খেলতে হবে না। কম ম্যাচ খেলেই  সে ১০ হাজার রান করে ফেলতে পারবে।’

ঢাকা টেস্টেও মুমিনুলের দিকে তাকিয়ে দল। সাকিবও আশাবাদী। মনে করছেন এখানেও কথা বলবে মুমিনুলের ব্যাট। তিনি বলেন,‘শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টেস্টেও আশা করি সে তার দক্ষতা দেখাতে পারবে। আমি আশাবাদী এই টেস্টের দুই ইনিংসে সে দুটো সেঞ্চুরি করতে পারবে।  মুমিনুল এমন একজন খেলোয়াড় যে, ওর জন্য সেঞ্চুরি করা অপ্রত্যাশিত কিছু না। ওর কাছ থেকে প্রতি ইনিংসেই ভালো কিছু আশা করা যায়। ওর এই যোগ্যতা আছে।’

হাথুরাসিংহের কারণে ওয়ানডে ফরম্যাটে ব্রাত্য হয়ে ছিলেন এত দিন। তবে সাকিব মনে করেন, মুমিনুলের  সব ফরম্যাটে খেলারই যোগ্যতা  রয়েছে। বলছিলেন,‘ওয়ানডেতে কে খেলবে আর কে খেলবে না সেটা সিদ্ধান্ত নেন কোচ, নির্বাচক, আর অধিনায়ক মিলে।  তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি, মুমিনুলের সব ধরনের ফরম্যাটেই খেলার সামার্থ আছে। কোনো সন্দেহ নেই  যে, সে অসাধারণ  একজন খেলোয়াড়। ’

রাজধানীর একটি হোটেলে রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্য ইয়োন্ডার মিউজিক অ্যাপের অ্যাম্বাসেডর ও অংশীদার হিসেবে সাকিবের নাম ঘোষণা করা হয়। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন। সঙ্গতকারণে চলে আসে ক্রিকেট প্রসঙ্গ। নিজের ইনজুরি, বাংলাদেশ দল মুমিনুলসহ নানা বিষয়ে কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার।