দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছেঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন যে, যারা টানা তৃতীয়বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, দেশের সেই জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এসময়  তিনি বলেন, দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, যারা টানা তৃতীয়বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি এবং সততার শক্তি সীমাহীন, আমরা অনেকবার সেটা প্রমাণ করতে পেরেছি। এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন মন্ত্রিসভাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন।

উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘মন্ত্রিসভা সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করবে, প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এটি সবসময় মনে রাখতে হবে। মন্ত্রিপরিষদ আন্তরিকতা ও সততার সাথে কাজ করলে দেশ উন্নত হবে।

এসময়  তিনি উল্লেখ করেন, দেশের জনগণের নতুন সরকারের প্রতি আশা-আকাঙ্ক্ষা রয়েছে এবং সরকারকে সেগুলো পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র কাজ।

প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের বিগত দুই আমলে উন্নয়নে যে ধারা শুরু হয়েছে, আগামী দিনেও তা বজায় রাখতে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম