দেশের সব বিভাগে ক্যানসার হাসপাতাল হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  সোমবার রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় ক্যানসার দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিভাগে একশো শয্যা বিশিষ্ট ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে যেখানে ১৫ লাখ ক্যানসার রোগী রয়েছে, সেখানে সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে এসব রোগীদের জন্য আসন রয়েছে বড়জোর সাতশো।’

জাহিদ মালেক বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে বিভাগীয় শহরগুলোতে সবধরনের সুযোগ সুবিধা সম্পন্ন আটটি ক্যানসার সেন্টার করা হবে।  বিদেশে চিকিৎসার জন্য আর যেন কাউকে যেতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘এতো রোগী হয়, যে ফ্লোরে থাকে, লাইন ধরে থাকে।  ট্রিটমেন্ট যেটা আজ দরকার বলা হয় যে দুই মাস পরে আসেন।  কারণ উপায় থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, প্রতি দশ লক্ষ লোকের জন্য একটি করে মেশিন দরকার।  সে হিসেবে আমাদের দেশে দেড়শোর বেশি মেশিন দরকার, আছে হলো ২০টি বা ২৫ টি।  আগামী পাঁচ বছরের ভেতরে আমরা প্রতিটি বিভাগে একশো শয্যা বিশিষ্ট ক্যানসার হাসপাতাল আমরা নির্মাণ করব।’ 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু