দেশের মানুষ একটু ভালো থাকলে কিছু মানুষ আছেন যারা অসুস্থ হয়ে পড়েন

ই- বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন যে, বাংলাদেশের মানুষ একটু ভালো থাকলে কিছু মানুষ আছেন যারা অসুস্থ হয়ে পড়েন। দেশে যদি কোনো ‘মার্শাল ল’ জারি হয়, অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করে, তখন এ গোষ্ঠী খুবই ফুর্তিতে থাকে, তাদের মূল্য বেড়ে যায়।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণের মূল্য তাদের কাছে কিছু না। একটু ক্ষমতার বাতাসের আশায় তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় ব্যস্ত থাকে। জনগণের যে আস্থা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি তার মর্যাদা রাখতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সভার শুরুতে প্রধানমন্ত্রী চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শুরুতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সূচনা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার, প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম