দেশে এখনও সুস্থ রাজনীতর চাহিদা আছেঃ ড. কামাল

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার সকালে রাজধানীর মতিঝিলে ইডেন কমপ্লেক্সস্থ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় দলটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা গরু-ছাগলের মতো বিক্রি হয়, তারা দালাল হিসেবে পরিচিত। 

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল বলেন, গরু-ছাগলের মাথা কেনা যায়, মানুষের মাথা কেনা যায় না। এখন মানুষ আগের থেকে অনেক সচেতন।  অতীতে মানুষকে সাথে নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা ছিল।  কিন্তু বর্তমানে সাধারণ মানুষকে ছাড়াই রাজনীতি করা হচ্ছে।  সুস্থ রাজনীতির ধারা ফিরিয়ে এনে মানুষের সংকটগুলো চিহ্নিত করে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। 

ড. কামাল আরো বলেন, কুশাসন থেকে জনগণ মুক্তি চায়।  দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে, এটা স্বীকার করে দেশে সুশাসনের ব্যবস্থা করতে হবে।  

মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় আরো বক্তব্য দেন- সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু