‘দেশে বেকার যুবকের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে’: জিএম কাদের

ই- বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশে বেকার যুবকের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে

শুক্রবার জাতীয় যুব দিবস উপলক্ষে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি একথা বলেন। জাতীয় যুব সংহতির আয়োজনে সমাবেশের পর র‌্যালি অনুষ্ঠিত হয়। মাদকের টাকা যোগাড় করতে বেকার যুবকরা অনৈতিক, অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে দাবি করে জিএম কাদের বলেন, সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থান মূলক সরকারি বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান করতে হবে।

জিএম কাদের বলেন, দেশের বেকারত্ব দূর করতে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ অনেক কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন। জাতীয় পার্টি পল্লীবন্ধুর আদর্শ সামনে রেখে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষা শেষে যুবকরা কাজে যোগ দিতে পারে।’ এ ব্যাপারে সরকারকে কর্মমুখী বড় বড় প্রকল্প হাতে নিতেও আহ্বান জানান কাদের।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, এস.এম ফয়সল চিশতী, যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদাসহ অনেকে।