দেশ ছাড়লেন মোশারফ রুবেল

ই-বার্তা ডেস্ক।।  উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার মোশারফ রুবেল। বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরগামী ফ্লাইটে চড়েন ৩৭ বছর বয়সী বোলার।

সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিউরোসার্জন এলভিন হংয়ের অধীনে চিকিৎসা নেবেন তিনি। আগামী ৩/৪ দিনের মধ্যেই তার অস্ত্রোপচার হওয়ার কথা। এর আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুবেলকে বিদায় জানান স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

উল্লেখ্য, গেল সপ্তাহে ব্রেইন টিউমারের বিষয়টি জানতে পারেন মোশাররফ। রাজধানীর আসগর আলী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তার ব্রেইন টিউমার হয়েছে। সিটি স্ক্যানের পর তা স্পষ্ট হয়েছে। পুরো চিকিৎসা প্রক্রিয়ায় প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে।

খরচ জোগাতে এখানে-সেখানে ধরণা দেন মোশাররফ। হন্যে হয়ে ঘুরেন। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সতীর্থদের সহায়তায় অর্থ জোগাড়ের পর কালবিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তিনি।

ই-বার্তা/ মাহারুশ হাসান