দ্বিতীয়বারের মতো শাস্তি পেলেন মাশরাফি

ই-বার্তা ।।  দ্বিতীয়বারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। বাজে আচরণের দায়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তাকে এই শাস্তি দেওয়া হলো।   একই সঙ্গে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

 

আইসিসির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলংকার ব্যাটিংয়ের ষষ্ঠ ওভারের সময় লংকান ওপেনার কুশল মেন্ডিস রান নেয়ার সময় জোরে চিৎকার করে কথা বলছিলেন মাশরাফি। এটিকে খেলোয়াড় আচরণবিধির পরিপন্থী বলে মনে করেছে আইসিসি।

 

পরে অনফিল্ড আম্পায়ার চেত্তিহোদি শামসুদ্দিন ও শরফুদ্দৌলার রিপোর্টে ম্যাচশেষে রেফারি ডেভিড বুন এক শুনানির আয়োজন করেন। সেখানে মাশরাফি নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন।

মাশরাফি এর আগে ২০১৬ সালের ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পান।

 

এদিকে ফাইনালে বাংলাদেশের ব্যাটিং চলাকালে লংকান ক্রিকেটার গুনাথিলাকাও একই ধরনের ঘটনার জন্ম দেন। তামিম ইকবাল আউট হওয়ার পর যেভাবে তিনি চিৎকার করেছিলেন তা আইসিসির আচরণবিধির পরিপন্থী।

 

এর জন্য তার নামে বিপরীতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে আইসিসি। গুনাথিলাকার ক্যারিয়ারে এটি প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট।