দ্বিতীয়বার বাংলাদেশে আসছেন মেসি

ই-বার্তা।।  ৭ বছর আগে ২০১১ সালে নাইজেরিয়ার সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছিল মেসি। দীর্ঘদিন পর ২য় বারের মত বাংলাদেশ সফরে আসছেন বার্সেলোনা এবং আর্জেন্টিনার সুপারস্টার লিওলেন মেসি।

 

তবে এবার কোনো ম্যাচ খেলতে নয়, ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পর্যবেক্ষণের জন্য। সেখানে তিনি সময় কাটাবেন ৪ ঘন্টা। কিছুদিন আগে ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পর্যবেক্ষণ করে গিয়েছিলেন বলিউড ও হলিউডের খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা।

মেসি আসার তারিখ এখনও ঠিক হয়নি তবে ধারণা করা হচ্ছে এই মাসেরই ২২ জুলাই তিনি বাংলাদেশে আসছেন দ্বিতীয়বারের জন্য৷এর আগেও একবার বাংলাদেশে এসেছিলেন তিনি। সেটা ৭ বছর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা দলের হয়ে নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য।ম্যাচটি অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করে।