দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন মুশফিক

ই-বার্তা ডেস্ক।।  চোটের কারণে নির্ভরযোগ্য তিন ক্রিকেটার সাকিব, মুশফিক, মুস্তাফিজকে ছাড়াই হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ।  ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বেশ নজর কেড়েছে টাইগাররা।  

৮ মার্চ শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট।  সেই ম্যচেই মাঠে ফিরতে পারেন  মুশফিক।  খেলার সম্ভাবনা আছে মুস্তাফিজেরও।  পাঁজরে, কব্জিতে ব্যথা, সাইড স্ট্রেইনে ভোগা মুশফিক এখন অনেকটাই ফিট। ওয়েলিংটন টেস্টে খেলতে চান এ উইকেটকিপার ব্যাটসম্যান।  সোমবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০’র ফাইনালের পর সাংবাদিকদের এমনটা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেছিলেন, ‘মুশফিকের সঙ্গে আজকেও (সোমবার) আমার কথা হয়েছে।  সে জিমে গেছে, অনুশীলন করছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম।  সে বলেছে ভালো অনুভব করছে।’ 

মুশফিককে ঝুঁকি না নেওয়ার কথা বলা হয়েছে উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, মুশফিক নিজেই খেলতে ইচ্ছা প্রকাশ করেছেন।  নাজমুল হাসান পাপন বলেছেন, ‘প্রাথমিক ভাবে আমাদের ধারণা ছিল তৃতীয় টেস্টটা খেলবে।  আমি বলেছি তাকে ঝুঁকি না নেওয়ার জন্য।  একটুও যদি সমস্যা থাকে তাহলেও খেলবে না।  কারণ তার ফিট থাকাটা জরুরি।  সেজন্য আমি বলেছি, তুমি যদি মনে করো সম্পূর্ণ ফিট আছো, ফিজিওরা যদি বলে ঠিক আছো।  তাহলে তুমি দ্বিতীয় টেস্টে খেলতে পারো।  সে বলেছে, অবশ্যই।  আমিতো খেলতেই চাচ্ছি।’

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে খেলার পর আর মাঠে নামতে পারেননি মুশফিক। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু