দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান

ই- বার্তা ডেস্ক।। প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ আগামী ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন। সফরে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, ‘প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার জন্যই এই সফর। যত এনগেজমেন্ট বাড়বে তত আমাদের সম্পর্ক ভালো হবে। রোহিঙ্গা নিয়ে আলোচনা আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে তা আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘বাইলেটারাল ভিজিটগুলো করা হয় আমাদের সম্পর্ক উন্নতি করার জন্য। আমরা যে অবস্থায় আছি, আমরা আরও ভালো করতে চাই। মিয়ানমার যাচ্ছি সে ধরনেরই একটা- দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করা, আর্মি টু আর্মি এনগেজমেন্ট আরও বাড়ানো সেটা ট্রেনিংও হতে পারে বা অন্যান্য আরও অনেক এনগেজমেন্ট প্রোগ্রামও হতে পারে।