দ্রুত চোট কাটিয়ে উঠছেন সাকিব

ই-বার্তা ডেস্ক।।  চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন এবারের বিশ্বকাপে আগুনে ফর্মে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার ব্রিস্টলে তার পায়ের এক্সরে রিপোর্টে গুরুতর কিছু ধরা পরেনি। 

মঙ্গলবার ব্রিস্টলে শ্রীঙ্কার সঙ্গে পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন কোচ স্টিভ রোডস। এর আগে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘সাকিব পরের ম্যাচে খেলতে পারবেন, এতটুকু নিশ্চিত থাকেন।’

উরুর ইনজুরি সত্ত্বেও ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করায় সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করে স্টিভ রোডস বলেন, ‘আমি সত্যি তার সাহসের প্রশংসা করি। ইনজুরি নিয়েও যে লড়াইটা ও করেছে তা সত্যিই দারুণ। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুত সেরেও উঠছে। আমাদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক সপ্তাহ পরে। আশা করি সাকিব ওই ম্যাচ খেলতে পারবে।’

গত শনিবার কার্ডিফে ইংল্যান্ড ম্যাচে উরুতে আঘাত পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঘাত নিয়েই তিনি ওই ম্যাচে ১২১ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু