দ. আফ্রিকার ১৩৯ বছরের পুরোনো মসজিদে ভয়াবহ আগুন

দক্ষিণ আফ্রিকার ১৩৯ বছরের পুরোনো গ্রে স্ট্রিট মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ডারবানে এ ঘটনা ঘটে।আলজাজিরা জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে।

দক্ষিণ আফ্রিকার মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলিমান জানান, মসজিদের উপরে সাতটি ফ্ল্যাটে কর্মীরা থাকেন। সেখান থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে মসজিদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এএফপিকে তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত এ আগুন লাগতে পারে ধারণা করছি। নোংরা কিছু ঘটেনি এতে।’সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রে স্ট্রিট মসজিদে এ অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে মসজিদটির একাংশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ঐতিহাসিক স্থাপনাটির তিনটি সংযুক্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।গ্রে স্ট্রিট মসজিদটি দক্ষিণ গোলার্ধে অন্যতম বৃহৎ মসজিদ। ৭ হাজার মুসল্লির ধারণক্ষমতার মসজিদটির বয়স ১৩৯ বছর।

শুক্রবারে জুমার নামাজে মসজিদটিতে বিপুল মুসল্লির সমাগম ঘটে। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ সংগীতশিল্পী ইউসুফ ইসলাম, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মতো প্রখ্যাত ব্যক্তিরাও এ ঐতিহ্যবাহী মসজিদ পরিদর্শন করেছেন।