ধর্মীয় অনুষ্ঠানে হামলা বিশ্ব বিবেকের প্রতি আঘাত : স্পিকার

ই- বার্তা ডেস্ক।।   বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকায় তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রোববার এক শোক বার্তায় স্পিকার বলেন, ধর্মীয় অনুষ্ঠানে সিরিজ বোমা হামলা একটি অমানবিক ঘটনা। এ ঘটনা বিশ্ব বিবেকের প্রতি আঘাত। ধর্মীয় উগ্রবাদ এবং যেকোনো জঙ্গি সহিংসতা থেকে বিরত থাকার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী নিহতদের আত্মার শান্তি কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি শ্রীলঙ্কায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম