ধর্ষণের শিকার মার্কিন সিনেটর!

ই-বার্তা ডেস্ক।।  ধর্ষণের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মার্থা ম্যাকস্যালি।  বিমানবাহিনীতে দায়িত্ব পালনকালে বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা দ্বারা ধর্ষিত হন বলে অভিযোগ করেন তিনি।  

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, সিনেটর মার্থা ম্যাকস্যালি সামরিক বাহিনীতে যৌন হয়রানির বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস সাবকমিটিতে বুধবার শুনানিতে বক্তব্য রাখছিলেন।  তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট।  

তিনি বলেন, ‘অনেক নারী এবং পুরুষের মতোই আমি সমাজব্যবস্থার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।  নিজেকেই দোষী ভাবছিলাম।  লজ্জিত ও দ্বিধান্বিত ছিলাম।  আমি বিশ্বাস করতাম, আমি শক্তিশালী কিন্তু মনে হতো আমার ক্ষমতা নেই।’  

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ২৬ বছর দায়িত্ব পালন করেন ম্যাকস্যালি।  তিনি এ সময়ে কর্নেল পদে আসীন হন।  ২০১০ সালে অবসরে যান।  তারপর থেকে তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দু’দফা নির্বাচিত হয়েছেন।  গত বছর তিনি সিনেটর নির্বাচিত হন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু