ধোনি’ই সর্বকালের সেরাঃ জয়াবর্ধনে

ই-বার্তা ডেস্ক।।  সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের উওর দেওয়া খুব সহজ কাজ নয়।  আবার একজনের নাম বললেও থাকে নানা বিতর্ক।  এই বিতর্কের পালে নতুন করে হাওয়া দিলেন মাহেলা জয়বর্ধনে।  আর এই চলতে থাকবে যতদিন ক্রিকেট খেলা থাকবে ততদিন।  

তবে এই প্রশ্নের উত্তরে অনেকবারই সবার উপরে উঠে এসেছে বিরাট কোহলির নাম।  এবার যুক্ত হলো আরেক ভারতীর নাম।  ভারতের অধিনায়ক বিরাট কোহলি একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও ভাঙতে পারেন কোহলিই, এমন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তাই আলোচনায় বারবার উঠে আসছে শচীন ও কোহলির মধ্যে সর্বকালের সেরা কে? তার সঙ্গে এই বিতর্কে যোগ হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম।  সাবেক শ্রীলংকা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ভারতের তিন তারকার তুলনা করলেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়বর্ধনে বলেন, ‘কোহলির দক্ষতা কতটা এটা বিষয় নয়।  মাঠ এবং মাঠের বাইরে চাপ সামলানোর কৌশল ও প্রত্যাশা পূরণই আসল বিষয়।  আমরা শচীনের সমসাময়িক বেড়ে উঠেছি।  একই অভিজ্ঞতা শচীনেরও হয়েছিল।  তার পরবর্তী প্রজন্ম সেটাই দেখতে পাচ্ছে যে প্রত্যাশা ও চাপ দুটোই বিরাট কোহলির কাঁধে।  যদিও কিছুটা সময় মহেন্দ্র সিং ধোনি কাজটা করছিল। কোহলি একদল ভালো সতীর্থ পেয়েছে।  অধিকাংশ ভারতীয় ক্রিকেট ভক্ত চায় কোহলি ম্যাচ জেতাক। কারণ পরিস্থিতি সবচেয়ে ভালো নিয়ন্ত্রণ করতে পারে কোহলিই।’

মাহেলা বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে এটা কিন্তু সহজ কাজ নয়।  মাঠে অধিনায়কের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে ব্যাটিং করাটাও সমান গুরুত্বপূর্ণ।  এই বিষয়গুলোই একজনের ব্যক্তিত্বের পরিচয় দেয়।  সে কোনটা ভালো পারে সেটাও বোঝা যায় সহজেই।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু