নওগাঁয় ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা!

ই- বার্তা ডেস্ক।।   নওগাঁর আত্রাই উপজেলায় ঋণের দায়ে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম শ্রীমতি আরতি রাণী (৬০)। তিনি আত্রাইয়ের রসুলপুর গ্রামের শ্রী নকুল সুত্রধরের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, আরতি রাণী আত্রাইয়ের রসুলপুর গ্রামের শ্রী নকুল সুত্রধরের স্ত্রী। তিনি এলাকার অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু পাওনাদাররা এই টাকার জন্য চাপ দিয়ে আসছিল। এ কারণে আজ সকালে ওই গৃহবধূ পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক খেয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এই বিষয়ে বলেন, ‘আরতি রাণী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ঋণের বিষয়টি আমার জানা নেই। তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম