নওগাঁয় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ই- বার্তা ডেস্ক।।   নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোসলেম উদ্দিন নামে একজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় নিহত হয়েছেন- উপজেলার কুসুম্বা গ্রামের আবেদ আলীর ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও বারিল্যা গ্রামের কসাই রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেলুয়াবাড়ী বাজারে পেট্রলপাম্পের পাশে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম ও মোসলেম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সেলিম উদ্দিন। আর পেছনে বসে ছিলেন শফিকুল ইসলাম ও মোসলেম। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসি (কুমিল্লা-ব-১১-০০১৬) বাসটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক সেলিম উদ্দিন বাসের সামনের অংশের নিচে আটকে যায়। প্রায় ৫০০ ফুট দূরে মোটরসাইকেলসহ চালক সেলিম উদ্দিনকে টেনে নিয়ে যাওয়ার পর বাসটি বন্ধ হয়ে যায়। বাসটি রেখে পালিয়ে যায় চালক।

এতে ঘটনাস্থলেই সেলিম উদ্দিন মারা যান। অপর দুইজন শফিকুল ইসলাম ও মোসলেমকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে শফিকুল ইসলাম মারা যান। আহত মোসলেমের অবস্থা আশঙ্কাজনক। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে। পরে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে দুর্ঘনার খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন, ওসি (তদন্ত) মাহবুব আলম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

মান্দা থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম