নগরবাসীর নিরাপত্তায় নিশ্চিত করতে করা হচ্ছে সেইফ সিটিঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন যে, নাগরিক নিরাপত্তায় ‘সেইফ সিটি’ হচ্ছে । তিনি বলেন, ‘রাজধানীতে ট্রাফিক-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ নগরবাসীর নিরাপত্তায় নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইফ সিটি নামে একটি প্রকল্প হাতে নিয়েছে।’

আজ শুক্রবার (২২ মার্চ) দুপুর ১টায় রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় বায়তুল হাসান (র.) জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেইফ সিটিতে ট্রাফিক কন্ট্রোল, ক্রিমিনাল কন্ট্রোল কন্ট্রোলসহ ব্যবস্থা থাকবে। এরমাধ্যমে শহরে যা কিছু ঘটুক, পুলিশ ক্যামেরার সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবে। বিষয়টি নিয়ে আমাদের কনসালটেন্টরা কাজ করছেন। আশা করি আমাদের এই টার্মের মধ্যে সেইফ সিটি প্রকল্পে চলে যেতে পারবো।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম