নটিংহ্যামে আজ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

ই-বার্তা ডেস্ক।।  আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এবং নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় নটিংহ্যামে মুখোমখি হবে দু’দল। 

সাম্প্রতিক সময়ে খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এই দুই দল।  তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দেখিয়েছে তারাও বড় রান সংগ্রহ করতে সক্ষম।  অপরদিকে হারের বৃত্তে ঘুরতে থাকা ক্যারিবিয়ানরাও প্রস্তুতি ম্যাচে ৪২১ রান করে জানান দিয়েছে তারাও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে আশা-ভরসার মূল ব্যাপার হলো তাদের দানবীয় ব্যাটিং।  ক্রিস গেইল, এভিন লুইস, সেই হোপ এবং আন্দ্রে রাসেল; কাগজে কলমে অন্তত বিশ্বকাপের সবচেয়ে ভয়ানক ব্যাটিং অর্ডার তাদের। 

পাকিস্তানেরও মূল ভরসা ব্যাটিং তরুণ ইমাম-উল হক, ফাখার জামান বা বাবর আজম ভয়ানক যে হয়ে উঠতে পারেন, তার প্রমাণ তারা রেখেছেন।  এই তিন জনের সঙ্গে নবীন আসিফ আলী যোগ দিলে পাকিস্তানও বিশাল স্কোরের পথে হাঁটতে পারে।

তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে দু’দলের বোলাররা।  কিন্তু ইংলিশ কন্ডিশনে পুরো ছন্দে ফিরতে পারেনি উভয় দলের বোলাররা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু