নতুন সরকারের পরিকল্পনা উন্মোচন মোদির

ই- বার্তা ডেস্ক।।   ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ এনডিএ-২ নামে জোট বুথফেরত জরিপে জয়ের আভাস পেয়ে সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সরকার গঠনের ব্লু প্রিন্ট তৈরি করেছেন।

গতকাল মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএ শরিকদের নিয়ে অশোকা হোটেলে এক নৈশভোজে এই পরিকল্পনা উন্মোচন করা হয়।

বিগত সরকারের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে এনডিএ জোট সরকার গঠিত হলে সেই সরকার কীভাবে পরিচালিত হবে, তারা কোন বিষয়কে অগ্রাধিকার দেবে, সেসব বিষয় এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে গত রোববার সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে ফল।

১৪ জরিপের মধ্যে ১২টি জরিপই আভাস দিয়েছে যে, আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জরিপগুলোতে ওই জোটের ২৮২ থেকে ৩৬৫টি পর্যন্ত আসন পাওয়ার আভাস মিলেছে।

ব্লু প্রিন্টে পরিকল্পনায় তিনটি বিষয়- জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম