নতুন সড়ক আইনের প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ

ই-বার্তা ডেস্ক।।  কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। 

মঙ্গলবার সকাল ৮টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবরোধ শুরু করেন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর ১০টার থেকে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান। শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করে শ্রমিকরা। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী লোকজন ভোগান্তিতে পড়েন।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে কিছু সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু