নরসিংদীর ইউএমসি জুট মিলে আগুন

ই-বার্তা ডেস্ক।।  শনিবার  রাত ১০টায় নরসিংদীর ইউএমসি জুট মিলের  চাঁদপুর ইউনিটে আগুন লাগে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সম্মলিত প্রচেস্টায়  প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।  অগ্নিকান্ডের এই ঘটনায় কোনো নিহত হওয়ার খবর না পাওয়া গেলেও একজন আহত হয়েছেন বলে জানা যায়।

এছাড়াও আগুনে বহু পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে বলে জানা গেছে। নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাজাহান সিরাজ বলেন, বৈদ্যুতিক শট সার্কিটই আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। মিলে পাটজাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

এদিকে একইদিনে  ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের  কাঁচাবাজারে আগুন লাগে। এর আগে বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ফেব্রুয়ারির ২১ তারিখে পুরান ঢাকার চকবাজরের চুগিহাট্টায় লাগা আগুনের শোক এখনও দেশবাসীর হৃদয়ে গেঁথে রয়েছে।  সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সারাদেশসহ বিশ্ব স্তব্ধ হয়েছিল। সেই ঘটনার পর একের পর পর দেশে অগ্নিকাণ্ড ঘটেই যাচ্ছে। এতে দেশবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ