নাইকি’র জুতোয় ‘আল্লাহু’ লেখা, প্রত্যাহারের দাবী মুসলিমদের

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির নতুন একটি জুতোর লোগোর ডিজাইন আরবি অক্ষরে হুবহু ‘আল্লাহ’- লেখার মতো দেখাচ্ছে।

এই ঘটনায় জুতোটি বাজার থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে মুসলিমরা।  সাইগা নোরিন নামের এক নারী এ ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে পিটিশন চালু করেছেন।

নাইকির যে জুতোর বিরুদ্ধে মুসলিমরা বিক্ষোভ করছেন সেটা সম্প্রতি বাজারে আসা ট্রেইনার মডেলের নাইকি এয়ার ম্যাক্স ২৭০।  মুসলিম ক্রেতা সাইকা নোরিন জুতায় এই নকশাকে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা বলে মনে করেন। 

ইসলামের প্রতি নাইকির অবজ্ঞাসূচক মনোভাব রয়েছে উল্লেখ করে নোরিন বলেন, জুতোয় আল্লাহর নাম বসানোর ক্ষেত্রে নাইকির অনুমতি দেওয়া  অপমানজনক।  এটা অবমাননাকর এবং মুসলিমদের জন্য অত্যন্ত আক্রমণাত্মক। 

নোরিন নামের ওই নারী যেসব মুসলিম তার সঙ্গে একমত তাদেরকে পিটিশনে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘নাইকি তাদের নাইকি এয়ার ম্যাক্স ২৭০ জুতোর লোগোতে আরবি অক্ষর আল্লাহর মতো করে নকশা করেছে।  এই জুতো দিয়ে নিশ্চিতভাবেই পদদলন, লাথি মারা, কাদা বা নোংরা বস্তুর সংস্পর্শে আসবে।’ 

 

নাইকির দাবি, এই লোগো শুধু নাইকির এয়ার ম্যাক্স এর ট্রেডমার্ক।  এটা কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য নয়।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু