নাইরোবির প্রধান বিমানবন্দরে অগ্নিকাণ্ড

ই-বার্তা ডেস্ক।।  বুধবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দর জোমো কেনিয়াত্তাতে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের একটি প্রস্থান টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

অগ্নিকাণ্ডের ঘটনার পর কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ (কেএএ) এক বিবৃতিতে জানায়, ‘বুধবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের টার্মিনাল ওয়ান সি ও তল্লাশি কাউন্টার ৭ এবং ৮ এ যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের সব যাত্রী ও স্টাফদের টার্মিনাল ওয়ান-সি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের ফায়ার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিভিয়ে ফেলেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি’।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি থেকে হঠাৎ টার্মিনালে আগুনের সূত্রপাত হয়। এ সময় যাত্রীদের বিমানবন্দর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়ে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ই-বার্তা/ মাহারুশ হাসান