নাটকীয় ম্যাচে জাপানকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

ই-বার্তা।।  পিছিয়ে পড়েও জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অপর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে শেষ আটে ওঠে ব্রাজিল।

সোমবার রাতে দারুণ উত্তেজনাকর ম্যাচ খেলেও জাপানকে নিজেদের ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হলো। এর আগে ২০০২ সালে দলটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ আয়োজক হিসেবে খেলার সময় ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় শেষ ষোলোতে খেলে জাপান। নিজেদের সেই কৃতিত্বকে আরেক ধাপ এগিয়ে নেয়ার সুযোগ পেয়েও এবার তারা কাজে লাগাতে পারেনি।

দু’দলের মধ্যে প্রথমার্ধের উত্তেজনা থাকলেও গোল হয়নি। জাপান রক্ষণভাগের উপর জোর দিয়ে সেই কৌশলে সফল হয়। তবে দ্বিতীয়ার্ধে এসে হঠাৎ পাল্টে যায় সমীকরণ। মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল দিয়ে বসে জাপান।

৪৮ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্তোনোর ভুলের সুযোগে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে গোল করেন গেঙ্কি হারাগুচি। ১-০ গোলে এগিয়ে যায় জাপান। চার মিনিটের ব্যবধানে শিনজি কাগাওয়ার পাস থেকে ২৫ গজ দূর থেকে শটে গোল করেন তাকাশি ইনুই।

এশিয়ার দল হিসেবে জাপানের কোয়ার্টার এ সময় যারা গণনা শুরু করেছিলেন তাদের আশায় ছাই ঢেলে দেয় বেলজিয়াম। তিন গোল করে ম্যাচ জিতে নেয় নির্ধারিত সময়ের মধ্যেই।

৬৯ মিনিটে ভারটঙ্গেন করেছিলেন প্রথম গোল। পাঁচ মিনিট পর বাঁদিক থেকে উড়ে আসা বল গোলপোস্টের সামনে হেডের সাহায্যে গোল করে ফেলাইনি ম্যাচে সমতা ফেরান। আর ইনজুরি টাইমে পাল্টা আক্রমণে গোলপোস্টের সামনে ওয়ান টু ওয়ান পজিশনে গোলরক্ষককে পেয়ে তাকে কাটিয়ে জয়সূচক গোল করেন শাদলি। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ম্যাচের শেষ বাঁশি বাজে।

এর মাধ্যমে ১৯৭০ সালের পর বিশ্বকাপে কোনও দল দুই গোলে পিছিয়ে থেকেও জয় পেল।