নাটোরে গুড়ের কার্টনে ২০০ বোতল ফেনসিডিল, আটক ২

ই-বার্তা ডেস্ক।। গুড়ের কার্টনে পাচারের সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর গ্রামের বছের উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৩) এবং একই উপজেলার বড়বাড়ীয়া উত্তরপাড়া গ্রামের মাহাবুব হোসেনের ছেলে শান্ত (১৯)।

রোববার (২৪ নভেম্বর) জিএম পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বনপাড়া এলাকায় জিমি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় গুড়ের কার্টন ভর্তি ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং রশিদ ও শান্ত নামের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।