নারায়ণগঞ্জে দগ্ধদের কারও অবস্থাই ভালো না: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুল সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন, চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পুড়ে গেছে।

রোববার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন। প্রত্যেকেরই ৭০ থেকে ৮০ শতাংশ পোড়া। এখন যে ১৩ জন চিকিৎসাধীন তাদের কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে চিকিৎসকরা তাদের সুস্থ করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এতে করে কিছুসংখ্যক দগ্ধ বেঁচে যাবেন বলে আশা করছেন তিনি।

জাহিদ মালেক বলেন, এই ঘটনায় অবহেলাজনিত কারণ দেখিয়ে মামলা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কারও সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেয়া হবে।ঢাকার বাইরে বার্ন ইউনিট করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালেই বার্ন ইউনিট করার পরিকল্পনা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এ ছাড়া রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।