নারায়ণগঞ্জে দুই কোটি টাকার ইয়াবার মামলায় ৩ যুবকের কারাদণ্ড

ই- বার্তা ডেস্ক।।   নারায়ণগঞ্জে দুই কোটি টাকার ইয়াবা মামলায় আদালত তিন মাদক কারবারিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাস করে তাদের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই থানার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে হারুন (২১) ও কক্সবাজারের টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।

এই বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শান্তিধারা হকার্স মার্কেটের সামনে অটোরিকশায় তল্লাশি করে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।

ওই সময়ে তাদের পায়ের নিচে একটি কাগজের কার্টনের ভেতর থেকে ৬৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মধ্যে ৮০০ পিস ভাঙা ছিল। জব্দকৃত ইয়াবার মূল্য দুই কোটি ৪০ হাজার টাকা। এ ঘটনায় ফতুল্লায় মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।